গভীর জলের ভালবাসা
অরুণ কারফা

আচ্ছা, চাঁদের মত হয়ে যদি পারতাম অনেক নদী অথবা  মোতিঝিলে
             একই সঙ্গে একই অঙ্গে একই সময়ে গলে মিলে
প্রাণ ভরে চান করে অনায়াসে ভুলে
তাদের ছেড়ে যেতে চলে দূর আকাশের কোলে,
কী রোমাঞ্চই না পেত যৌবন
ক্ষণস্থায়ী তুচ্ছ জীবন, পড়ার আগে তার সায়াহ্ণে ঢলে!

আর তারপর নিশ্চয় তাহলে,
কলি যুগেও কৃষ্ণ এসে বলত রাইকে ভালবেসে
পৃথ্বীর বুকে নেই সেই প্রেম
যা পাওয়া যায় গভীর জলে, ডুবে ডুবে খেলে।