সংশোধন
অরুণ কারফা

দিনের শেষে দেখি কীভাবে
পুরনোকে নিশ্চিহ্ন করে
আপাত ভাবে ভিন্ন স্বভাবে
শূন্য থেকে দাঁড়াতে ঘুরে  
           দিন আবার,
প্রস্তুতি নিচ্ছে অভিন্ন ভঙ্গিমাতে অনন্য চরিত্রে না করে সামান্য সংশোধন তার ।

একটা কালো চাদরে ঢেকে নিতে ব্যস্ত অন্ধকারময় ঘৃণ্য জীবন
যাতে বড় বড় লোকেদের কুকীর্তিকে দেখলে মনে হয় আচম্বিতে
ছোটখাটো কয়েকটি ভুলের মতন,
হলেও বিরাট অপরাধের পাহাড়।

তাই মনে হয়,
                      প্রতিদিন ভোরের বেলায় শিশির ফেলে পদ্ম পাতায় দলে দলে
এমনটাই জানালেও সে দিঘীর কোলে
নতুন দিনের নবজাগরণ,
... আশা জাগিয়ে শোষণের উৎপাটন...
         দিনের শেষে অভিজ্ঞতা বলে সবকিছু চলে আগের আদলে  
আর, শেষ পর্যন্ত তা হয় :-
পদ্ম পাতার উপরি তলে অনিশ্চয়তার সঙ্গে টলটলে জলের
টলমলে ঢঙে
অস্থির ভাবে ভাসার মতন
টিকে থাকার জোগাড় । ।