চক্র ও চক্রান্ত
অরুণ কারফা
সংলাপ হচ্ছিল চিন্তাময়ীর সাথে
অচিন্তনীয় সব ঘটনা নিয়ে যা প্রায়শ ঘটেই চলে নিয়ম করে চলার পথে
হাটে ঘাটে বিস্তীর্ণ মাঠে, সকাল বিকাল সমুদ্র তটে....
যেমন, সূর্যাস্ত বা সূর্যোদয়ের সময়
সাগরের জল রক্তিম হলেও
আবার কেন নীলাভ হয়।
যা বুঝলাম তার কথা মত, চেষ্টা করুক মানুষ যত
রক্ত ঝরিয়ে উপড়ে দিয়ে আধিপত্য জীবন দিয়ে
সব কিছু পেয়ে অতি সহজে
উত্তরসূরী সব ভুলে যায়, পুনরায় সত্তা ফিরিয়ে দিয়ে।