পরিণাম
অরুণ কারফা
26.03.23

শুনতে পাইনা, কী বলছে ওরা...
        আর তাই, ভাল লাগলেও সুরের গাঁথুনি
         মাদলের তাল, ছন্দ, ধ্বনি,
চকিতে দিইনা আর্তিতে সাড়া।

প্রকৃতি কিন্তু ইঙ্গিতে বলে....
দেওয়াল লিখন না দেখতে পেলে
             পরিণতি ভুগতে হবেই অকালে,,,,

আবার যদিও ,
মাঝে মাঝে ঢেউ খরস্রোতা
বুঝিয়ে দেয়, না শুনলে কথা
       ওরাও দল একদিন গড়ে
মাদল ছেড়ে মশাল ধরে,
       ভাগ্যের চাকা ঘোরাবে নিজেরা।