মিলন বার্তা
অরুণ কারফা
তুমি যদি থাকো কেবলই ডুবে মেরু প্রদেশের অন্ধকূপে
প্রেম অন্বেষণে আপন চিন্তায়
রাতুল চরণে অধীর নয়নে তৃষিত না হয়ে একলা বিজনে
আমার অপেক্ষায়,
তাহলে, তপ্ত হলে মরুভূমির মতন অপেক্ষারত চঞ্চল মন অন্তস্থলে,
শীতল বাতাস কীভাবে আনবে স্নিগ্ধ বার্তা অধমের উদ্দেশে,
মিলনের আশায়?