দেয়া নেয়ার পালা
অরুণ কারফা
বেশ কিছুদিন হেঁটেছিলাম
পথের ধারে কৃষ্ণচূড়ার ছত্র ছায়ায়
বয়ে আসা অন্য পাড়ের বকুল ফুলের গন্ধ মায়ায়
তবু হলোনা বন্ধুত্ব,
কারণ, বুঝতে পারিনি ওদের মাঝে সম্পর্কের বাঁধন
আর তাই বোধহয় করতে পারিনি
যুগল মনে কর্তৃত্ব।
তারপর, যেদিন উঠল ঝড়,
ডাল ভাঙ্গতেই কৃষ্ণচূড়ার
আশ্রয় নিয়ে বকুল তলার
বুঝলাম নেই সৌরভ সেই আগের মতন ,
হু হু করে উঠতে মন ভরল অদ্ভূত অভিজ্ঞতায়
দেখতে পেলাম সে'ই প্রথম
দেয়া-নেয়ায়
কাঁপন ধরেছে বকুল গাছের পাতায় পাতায় ভালবাসায়।