জল্পনা
অরুণ কারফা
জীবন তো নয় কল্পনা
কোনো অর্থেও গল্প না
তবে, সত্যাসত্য না জেনে
কানে এলো যা মেনে
অনেকেই করে জল্পনা।
কারো পড়ে যাবার খবর শুনে কেউ কাটে জাবর
নিশ্চই সে প্রথা মেনে জীবন যাপন করত না
তাই তো তার প্রতি আমার সাহায্যের হাত বাড়াবো না।
হার না মেনে ইচ্ছে যার নতুন করে ঘুরে দাঁড়াবার
তার পাশে থাকলে আবার শক্তি পায় সে লড়াই করার
যখন তার শিয়রে মরণ কোন বাধাই বিঘ্ন না
তখন তোমার অবদান তার কাছে নেই যার তুলনা।