জটিলতা
অরুণ কারফা
কোন দৃশ্যে তাকে মানায় বেশি ....
প্রসারিত চোখের পাতার তলে
তুলতুলে কোলে কুচকুচে কালো
ব্যাকুল মনির আকুলতা,
নাকি উপেক্ষা করে সবার অনুরোধ ঢেকে দেয় যখন তার সেই বোধ
'আত্মকেন্দ্রিক নিষ্ঠুর পাতা' ,
এই নিয়ে যখন চলছে ঝড় নিঃশব্দে নীরবে মনের ভিতর
ঠিক তখন রুপোর মত দু ফোঁটা মুক্তো
ঝরঝর করে অঝোরে ঝরে দুর করে দিল সব ভ্রম
কেটে গেল মনের জটিলতা।