শরৎ এলে
অরুণ কারফা
খুঁজতে খুঁজতে পেলাম যাকে অন্তরাত্মার অমোঘ ডাকে
খড়ের গাদায় সূচের মত খুঁজে,
চোখ দুখানা বুজে,
প্রেমের জ্বালায় আদায় কাঁচ কলায় সম্পর্ক গিয়ে ঠেকলো তলায়
উঠতে উঠতে বুঝে।
তা সত্ত্বেও যেই সে এসে
শরৎ এলে সবুজ ঘাসে
শিউলি ফুলের রাসে রাসে সোনা ঝরায় উচ্ছ্বাসে,
সাদা মেঘের আশেপাশে
চিলের মত হাওয়ায় ভেসে
ঢেউ তুলে ধানের মাথায় পরশ দিয়ে বাতাসে,
মনে হয় যেন সেই পুরনো
ব্যর্থ প্রেমের পর্ব তার ভুলে গিয়ে স্মৃতি আবার
গর্ব করে পর্ব এলে উৎসবের উল্লাসে।