একনায়কতন্ত্রের রঙ
অরুণ কারফা

ভাগ্যিস, সাত রঙে আমাদের এই জগৎ ভরা
চিত্রপটে সুন্দররতার প্রেক্ষিত তার শত চেষ্টায় যায় না ধরা ।

তা না হয়ে যদি , একটাই রঙে যেত গড়া
                অগুন্তি ছবির প্রেক্ষাপট,
একনায়কতন্ত্রের অত্যাচার আর প্রশংসার  জয়জয়কারে
বোঝা যেত না কোনটা ছল কোনটা কপট
ভূয়ো, মেকি অহংকার।