উপনিবেশবাদ
অরুণ কারফা

ওরা এলো
মুগ্ধ চিত্তে তাকিয়ে থাকলো
তিনবার তাকালো, চারবার তাকালো
চোখ ফেরানো যায় না বলে,
বারবার তাকালো।

অতঃপর, প্রতিশ্রুতি দিয়ে আরো উন্নতির
প্রথমে ছোট্ট কুটির, তারপর বাঁধলো পাকা ঘর,
তবে, আমাদের যা দিল উপহারে
তা যে ছিল শুধুই তাসের
বুঝতে পারলাম ভাঙ্গার পর।

ইতিহাস খুঁড়ে দেখলে পরে;
এমন ঘটনা ঘটেই চলেছে জগৎ জুড়ে,
কোত্থেকে যে এসে উড়ে
প্রথমে মুক্তির ছলে জড়িয়ে গলে
পরে, সিঁধ কেটে তলে তলে
কর্ষণ করে সন্ত্রাসের চাষ বুক ফুলিয়ে বানায় দাস।

এরপর, স্তাবকের গড়ে পুতুল সরকার
লুট করে নিয়ে যায় নির্যাস।