সহাবস্থান
অরুণ কারফা

আমার মনের অজানা অবস্থা ভুলেও জানার চেষ্টা করিনা...
কেন না, সুজন দ্বারা পরিবেষ্টিত হলে
মনে হয় তখন চাঁদ উঠলে, মায়ের কোলে ছোট্ট শিশুর হাসির সারল্য  
জাতি ধর্ম নির্বিশেষে  যেমন মুগ্ধ করে নিমেষে
ঠিক তেমনই তা পেলে ভরসা অল্পতেই ভরে যায় সন্তোষে।

আবার তা পড়লে ঢাকা তার আড়ালে মেঘের চালে,  
মনটা করে ওঠে আনচান,
মনে হয় তখন এ ঠিক যেন, তথাকথিত চরম বিকশিত মানব সভ্যতার দানবীয় দান
যেখানে নিয়েও বন্ধুর উপকার বন্ধুই আবার ক'রে সংহার
হাসতে হাসতে নিয়ে প্রাণ করতেও চায় সহাবস্থান।