সতীন পাখি
অরুণ কারফা
ঠিক করেছিলাম তারে
দেব উপহারে
একটাই নূপুর যাতে,
চলার পথের বাঁকে
বাকি জীবনটাকে
ভরিয়ে দেয় সে ভালবাসায়, আরেক খানা পাবার আশায় ।
আর হ্যাঁ ,
অন্য নূপুরটারে
রাখলাম পাখির নীড়ের আড়ে
এমন ভাবে যাতে,
কূল কিনার না পেয়ে আমারই গুণ গেয়ে
পায়ে পা মিলিয়ে এগোতে থাকে
অমিল হলেও মতে।
তবে কী,
বলতেই সে আক্রোশে..
বুঝলাম এটাই শেষে,
অনেকটাই হয়ে গেলেও দেরী .....
--সাজিয়েছো যারে অন্য নূপুরটাতে
কাটাও বাকি জীবন
নয় তারই সাথে
.. সতীন কি সহ্য করতে পারে নারী।