শরতের মেঘ
অরুণ কারফা
সেদিন ছিল না মেঘ আকাশে
গুঁড়ি গুঁড়ি থরে থরে,
একটুও কি মনে পড়ে?
তবুও ছিল সবুজ ভীষণ
উদারচেতা উন্মুক্ত বন
খরস্রোতার দুই পাড়ে,
ভাবলেই মনকাড়ে।
ঘাসের উপরে হামাগুড়ির তরে
সোনার গুঁড়ি ঝরেই চলেছিল একাধারে
ঝলমল করে প্রান্তরে ।
মাঝি টানছিল আনন্দে দাঁড়
দুমাস ছিল না চিন্তা খাবার
এই ভেবে যে
পরের কথা ভাবা যাবে নয় পরে
জটিল সংসারে ;
তার তো নেই বিরাট স্বপন
আঁকরে ধরে বাঁচার মতন
কালো মেঘ ছাড়া কেউ কাঁদেনা নদী শুকোলে তার তরে
সোনালী বালির চরে।