শোষণ চক্র
অরুণ কারফা

অনেক কথাই,
সবার সঙ্গে যায় না বলা, যায় না পথ সঙ্গে চলা
মেঘের সঙ্গে যায়,
আকাশের অঙ্গে হয়েও মালা যেহেতু সে জুড়িয়ে জ্বালা  
সঙ্গে  ভাসতে চায়।

তাই, আর্জি একদিন তার কাছে যেতে;
এরকম এক বাদল দিনে রাজি হল সেই ঈশান কোণে
এক কুচকুচে কালো গম্ভীর জলদ মেঘ ব্যবস্থা নিতে ;
গর্জন দেখে গেল যার বোঝা ব্যাপারটা নয় অত সোজা
কিছু সস্তা গোছের উতকোচ দিয়ে
আর, সঙ্গে দোসর ঝড়কে মানিয়ে
হাত করে তাকে
মসনদ নেওয়া যাবে না ফাঁকে,
চোরা পথে নয়,
মুক্তির বাণী সঙ্গে বয়ে আসছেই যে বলে ক'য়ে
তার নেই লোভ লালসা ভয়।

তাই অবশেষে, ঝড় উঠতেই মুক্তির বেশে
মেঘ নিজেকে বিলিয়ে দিয়ে ক্ষীণ হয়ে যেতে কায়,
পাপের বোঝা সযত্নে ধুয়ে একফালি তলে জ্যোৎস্না ছড়িয়ে
আকাশে যেই উঠল চাঁদ  
যারা পেয়েছিল লাভের বখরা, বাকি সবকিছু লুটতে তারা
নতুন করে পাতলো ফাঁদ।