একবাক্যে কাঁচি চালানো
অরুণ কারফা
যত তাড়াতাড়ি শেষ করব ভেবেছিলাম বইটা
তার চেয়েও জলদি সরিয়ে মইটা
পায়ের তলা থেকে, জরুরী অবস্থা ডেকে
অন্তিম সৎকার করল সরকার
ব্যাপক অর্থে জনহিতে
আদর করে গারদে পুরে রাষ্ট্রীয় সুরক্ষা
নিশ্চিত করার নামে
আচম্বিতে ।।