মুচলেকা
অরুণ কারফা
জানি না কে দিয়েছিল আমার
একহাতে প্রদীপ
আর, অন্য হাতে কলম,
নিরসন হয় না কৌতুহলের
হবেই বা কী করে ভুলের,
প্রশ্ন করতেও জাগে শরম।
নামতে পারিনি অন্ধকূপে
যেখানে আলোর সবচে' প্রয়োজন,,,,,
প্রদীপ নিয়ে তাই...
একজনকেও দেখিয়ে বলতে পারি না
এর জীবনে দিয়েছি এনে
সভ্যতার রোশনাই।
আর কলম?
তার কথা যত কম বলা যায়
ততই বোধহয় ভালো মনে হয়,
সাদা কাগজে সাদা কালিতেও প্রতিবাদ করতে এত ভয় পাই,
আতস কাঁচে বার্তা
পাছে শাসক পড়ে ফেলে তা
কালো কালিতে কালো কাগজে
মুচলেকা দিয়ে
সসম্মানে ঘুরে বেড়াই।