মাটির টান
অরুণ কারফা


সবিস্ময়ে যখন সেবারে দুচোখ ভরে দেখছিলাম আকাশটাকে ফিরে ফিরে,
মনে হয়েছিল পেলব দুখানা থাকলে ডানা দিতাম মেলে
বাঁধন খুলে
আর তারপরে, বাতাসে ভর করে যেতাম হয়ত এমন দূরে নিখিল উড়ে
যাতে কেউ না আদর করে মনের ঘরে পুরতে পারে।

আসলে এমনটাই হয়, না থাকলে পা মাটির 'পরে...
মরুভূমির তপ্ত বালু করলে জীবন দুর্বিসহ তেপান্তরে,
মরুদ্যানের কিঞ্চিৎ মাটিও তার গুরুত্ব তুলে ধরে।