অনুগত তোতা
অরুণ কারফা

শোনাতে চাইলে বধিরকে গান
                                        নদীর মনে হয় অভিমান
খুব স্বাভাবিক,
কারণ, হাজার বছর ধরে
সেই কাজ সে যাচ্ছে ক'রে জাগিয়ে তুলতে মানুষের জ্ঞান।

কিন্তু, মানসিক ভাবে সমাজের সাথে জোড়া নেই যার বীণার তার
   যে কখনো শোনেনি সুর
   তাল জ্ঞান তো বহুদূর
শোনেনি যে, অপরাহ্নে ডাহুক ডাকা
                   বুকটা তার হবে না ফাঁকা
বাঁশ বাগানের বিচিত্র ধ্বনি
মনে হবে কোলাহল সমানই ।

অশ্বত্থ গাছের মধ্যে দিয়ে বাতাস বইলে হেসে হেসে
আনন্দে পাতা গাইলে শীষে
মনে হবে তার ঐ গাছটার
                                      সত্যিই কী আর দরকার?
                   এর জায়গায় হলে বহতল
                   দু হাতে দিত আর্থিক ফল
এই তো সমাজের অবস্থা,
দুঃখ হয়, সুক্ষ অনুভূতিরা হওয়ায় ভোঁতা
                   রুক্ষতা করেছে অনুগত তোতা।