সিঁধেল চোর
অরুণ কারফা

              সূর্য যখন হারিয়ে যায়
আর
নিশাচরদের ডাকে সাড়া দিয়ে
পৃথিবীর বুকে পসরা নিয়ে চাঁদ ঝাঁপ দেয় মুসল ধারায় ,
তখন মনে হয়
একী বিষ্ময়
        অমল সুন্দর সৌম্যকান্তি
        আলোর বন্যা কার জন্যে    
        হাসতে হাসতে আশীর্বাদ বিলায়....

তার জন্যে কি?
                যে রাতের বেলায় গেরস্থের ঘরে সিঁধকাঠি চালায়?

                নাকি যে ললনা ভুলেও কখনো মন দিল না,
তার অন্তঃপুরের চাবি যাতে সুযোগ্য চোর পেয়ে যায় হাতে ,
চুপিসারে তাই
নীপবিথী ঘেরা সেই ছায়াপথ
আলো - আঁধারে রোমাঞ্চিত করে অগভীর রাতে ।