ছন্দ পতন
অরুণ কারফা
সন্ধ্যে যখন এগোতে থাকে অন্ধের মত রাত্রির দিকে, আর পদ্মলোচন দৃষ্টি হারায়, তার নিরীখে,
স্বভাবতই, প্রথম আলো জমকালো হলেও মনে
সদিচ্ছার অভাবে ক্ষণে ক্ষণে হতে থাকে ক্রমাগত ফিকে,
ঠিক তখনই মনে হয়....
সকাল থেকে বিকাল পর্যন্ত সুযোগের মিছিল হাতছানি দিয়ে গেলেও চলে পিচ্ছিল রাস্তায় পাশ কাটিয়ে
হাতছাড়া হয়েছে সবক'টাই এক এক করে পথের ধারে,
ভাঙ্গতে না পারায় একই ধারায় চলতে থাকা জীবন নামের ছন্দটিকে।