বনসাই
অরুণ কারফা
সন্ধ্যে যখন এই হয় হয়, স্বীকার করে বিচ্ছেদের ভয়,
সূর্য যাচ্ছে অস্তাচলে...
ঠিক সেই সময়, ওর নাকি আছে হৃদয় তাই,
নিঃশব্দে অন্যের ডাকে দিয়ে সাড়া
চোখের পলকে করে ইশারা
উধাও হল বিদায় বলে মনের কোণে কণা মাত্র ছাপ ফেলে।
এর'ম ঘটে তাদের সাথে যারা বেঁচে থাকে খেটেখুটে
আকছার তাই,
ভাবলাম চিন্তার কারণ নাই,
নদীর এ কূল ভাঙ্গলে ও কূল গড়ে, প্রকৃতির নিয়ম এটাই,
আর যা ক্ষতি হয়ে গেল
সে তো দগদগে ক্ষতর মতো,
কখনো এসে মুছে ভালবেসে কেউ পুঁতলে নতুন চারা,
... নাই বা হল বৃক্ষ একটা মেলে দিয়ে তার ডালপালা...
নিদেনপক্ষে হবেই বনসাই মেটাতে প্রেমের অতৃপ্ত জ্বালা,
সিঞ্চিত করতে যাকে নিয়ত
তার থেকে হবে নিসৃত সুপ্ত ফল্গুর অশ্রুধারা।