প্রতিফলন
অরুণ কারফা
দর্পনে দেখতাম জীবন দর্শন আর কারো নয় শুধুই আপন,
তাই, অতি সাবধানে সযতনে রেখেছিলাম মনের গহনে
গহনার মতই অপরিহার্য জীবনের মান করতে ধার্য
কষ্টিপাথরের মত সেই ধন,
যাতে, সারি সারি চলার পথে দেখতে পারি বাঁকে বাঁকে,
দর্প জাগলে কারুর ডাকে
আরম্ভ হলে পতন।
তা সত্ত্বেও সেই মাহেন্দ্রক্ষণে যে এসেছিল সন্তর্পনে ফুল তুলতে মধুবনে
তার মন রাখতে গিয়ে মরণ ফাঁদে পা বাড়িয়ে
শোষণ করে সমগোত্রীয় খেটে খাওয়া স্বজন
অর্জন করেও অবাঞ্ছিত ধন
মলিন করলাম বিচ্ছুরিত প্রতিফলন।