নীলরক্ত
অরুণ কারফা

রক্তে দেশভক্তির ভাব
তবুও শরীরে রক্তের অভাব,
এমতাবস্থায় সবাইকে রক্ত দিতে,  বলতে দেখে আচম্বিতে
প্রমাদ গুনল রক্ত লোলুপ রক্তের কারবারী দরদী সরকার,
তাই, বলল তখন রক্তিম চোখে রক্তে রাঙ্গানো উঁচিয়ে তলোয়ার :
     ঝর্ণার মত শোনিত ঝরবে নদীর গতিতে রুধির বইবে
রক্তে ভাসবে সবার পরিবার এবং অনিশ্চিত হবে ভবিষ্যৎ
যদি না মাথা নত ক'রে দেয় তারা খুরে খুরে দণ্ডবৎ,
      নীল রক্তের কাছে
ধর্ম গ্রন্থের গহ্বরে লেখা আছে যা রক্তাক্ষরে।