রক্ত শূন্য শরিক
অরুণ কারফা
গাছটা বোধহয় জানত জন্মে ছিল মরার জন্যে
তাই, প্রথম যখন ছাঁটা হল চুল নির্জনে
উদ্বিগ্ন হলো না বিষাদে;
আর তারপর, কাটা হলেও তার সুঠাম কলেবর ,
না কেঁদে সমানে
রক্ত দিলনা প্রতিবাদে ।
অবশ্য, রক্ত খেকো মানুষ যেন
তৈরি ছিল এর জন্য
কারণ, তারাও জানত এনেছিল এমন এক জন
যে, রক্ত দান করে আপন
স্বাধীনতা আনতে চেয়েছিল দেশবাসীকে করতে ধন্য
আর, এখন বানাবে কফিন সেই কাঠ দিয়ে তার জন্য
যে, হলেও বিপ্লবের প্রতি সহানুভূতি পূর্ণ
সে অর্থে কিন্ত, রক্ত শূন্য ।
আর হ্যাঁ, একথাও জানতে পারল জনগণ
গাছটা সংগ্রামে শরিক একজন।