রক্ত সম্পর্ক
অরুণ কারফা


দাউ দাউ করে উঠলে জ্বলে চিতার আগুন
উর্ধ্বগামী ধোঁয়ার রাশি বাড়লে দ্বিগুণ
ঘুরতে ঘুরতে উড়তে উড়তে মনে করে,
চিত্ত তার হালকা হলে নিত্য সমস্যা যাবে ভুলে।

                     কিন্তু, ভুলেও কি সে ভেবে দেখে,
অন্যের জীবনের পাপের বোঝা
চাপিয়ে তার ঘাড়ে সোজা
সাঙ্গোপাঙ্গো তার
পার্থিব অধিকার
               রক্ত সম্পর্কে দখল করে
                               উপভোগ করে মনের সুখে।