স্বর্গ সুখ
অরুণ কারফা
বলেছিলো যেন হেঁটোনা ওপথে, ফেরা যাবে না আর কোনো মতে,
কর্ম না করে ধর্মের জোরে
ঢোকা যায় না স্বর্গদ্বারে,
ত্রিশঙ্কু হয়ে ঝুলবে মাঝে
রাজা হরিশ চন্দ্রের মত পর্যূদস্ত হয়ে
অবশেষে তারে ভালবেসে
আসতে চাইবে মর্ত্যে ফিরে ।
মহাপুরুষদের হয় মহাপ্রস্থান
স্বর্গ নয় সাধারণের স্থান
তবে, নেহাতই চাইলে স্বর্গ সুখ
দুর্বল জনের দূর করে দুখ
অর্জন করা ধন সম্পদ
অর্পণ করে জনগনণে সব
খালি হাতে যাও সর্বস্ব ছেড়ে ।