কল্পনায় কানা মাছি
অরুণ কারফা
বয়স বাড়ার সঙ্গে তার,
আকাঙ্খা মানাচ্ছে হার, কল্পনাকে ;
তাই বোধহয় সে আয়েশে,
মেঘলা দিনে রোদ পোহায় মেদুর হাওয়া লাগিয়ে গা'য়, আল্পনায় আকাশ এঁকে ।
আবার কখনো বা সে, বের হয়ে জল্পনার থেকে
সাঁঝের দিকে তারার ডাকে সাড়া দিয়ে গাইতে থাকে
কুহু কুহু কুহু তান বসন্ত আসার আগে ;
যাতে, পশ্চিমে গেলেও অস্ত
সূর্য হয়ে সম্মোহিত উপলব্ধ করে তাকে, অঙ্কুরিত শাখের ফাঁকে।
কিন্তু , চাঁদ বেরোলে মেঘের বুকে
( নাও যদি বেরোয় শোকে)
খুঁজে না পায় জোনাক ঝাঁকে
কানা মাছি খেলার ঝোঁকে।