কালোধন
অরুণ কারফা
কালোধনের বাড়ন্ত ভারে
ভাঙ্গলে আকাশ শকুন ছাড়ে
কাঁপন জাগানো দীর্ঘশ্বাস,
চাষীর ছেলে শুনতে পেয়ে
লাঙ্গল নিয়ে চষতে গিয়ে
বিষম তুলে হয় হতাশ।
বীজধান কবে গেছে উবে
কর্জে গেছে মাথা ডুবে
কালোধন ধোয়া
টিপ টিপ চোঁয়া
জলে কি হয় জমির বিকাশ।