সুখী রাজনৈতিক নেতা
অরুণ কারফা

এ যে কী রকম বসন্ত কে জানে
হঠাৎ উধাও হতেই শীত দারুণ কণকণে,
জ্বলজ্বল করে সারাদিন ধরে
ঝরে চলেছে গলগল করে রোদের ঢল,
মৃত্যুর পরে মুখাগ্নির কথা তো দূরে, দুফোঁটা চাইতে জল
মর্তে নেমে আসছেনা আর, দেব দেবীদের দল।