ভাবের ঘরে চুরি
অরুণ কারফা
একটা ফর্দ বানিয়ে ছিলাম কারণ খুঁজতে
আর বুঝতে
অনাদরে কী কী গেছে চুরি,
এবং কেমন করে বুদ্ধির জোরে
সে সব উদ্ধার করি।
জানতাম কাজটা কঠিন কারণ,
প্রথমে জানতে হবে চৌর্য্যবৃত্তির প্রকৃত ধরণ
আর হয়েছে তা কেমন করে
যা কিনা, যাবে জানা ময়না তদন্তের পরে।
এরপরে ভাঙতে হবে বশীকরণ মন্ত্র
ছিনতে হবে সিঁধ কাটার যন্ত্র
যা দিয়ে ফোকর গ'লে
প্রবেশ করে বস্তা বগলে
সে সব নিয়ে ফিরি।