পদস্খলন
অরুণ কারফা
খেয়ালী চলায় করিনি খেয়াল
দমকা হাওয়ায় পথ হারিয়ে
দিন ক্রমশঃ ছোট্ট হাওয়ায়
মনুষ্যত্ব ফুরিয়ে যাওয়ায়
নিকষ কালো সন্ধ্যার আলো নামছে ঘনিয়ে,
অশনি সংকেত নিয়ে
মিথ্যে মায়ার জাল ছড়িয়ে।
হয়ত এও মন্দের ভালো
অস্বস্তি দেয় দিনের আলো
বিচ্ছুরিত হলে 'পরে সমাজ জীবনে সর্বস্তরে ;
বিঘ্ন ঘটিয়ে নিহিত স্বার্থে নিকৃষ্ট কাজে,
আধো আলো আধো ছায়ায়
দিব্যি যা করে নেওয়া যায়
যায় না করা কুণ্ঠা ভরা মধ্যবিত্তের চক্ষু লাজে।