এড়িয়ে চলা
অরুণ কারফা
কিছু ভেবেছিলাম, উপলব্ধি করেছিলাম, তবু পারিনি কাউকে বলতে
কারণ, বিপদ আসবে বুঝতে পেরেও চাইনি তাতে জড়িয়ে পড়তে।
আর তাই পারিনি গন্তব্য ছুঁতে।
বলেছিল কোনো আবহাওয়াবিদ
আকাশ যখন চমকে তড়িৎ
বোঝাতে চায় উঠবেই ঝড়,
তখন কেউ কেরামতি করে করতে চাইলে মেরামতি ঘরে, নিতান্তই থাকে না তার অবসর
আর, নিস্তার নেই তাই অতঃপর।