নজর কাড়ার প্রচেষ্টা
অরুণ কারফা
আচ্ছা, মানুষ ব্যতীত আর কেউ তো
লিখে রাখতে চায় না তথাকথিত
অনন্য অভিজ্ঞতার
অনুভূতির পাহাড়---- -
অনেক ক্ষেত্রেই
নানান রকম ফন্দি এঁটে অন্যের পেটে কাসুন্দি ঘেঁটে
লতায় পাতায় বন্দি করে রাখতে চায় এমন তথ্য
যার এক বর্ণও নয় সত্য,
আর এই সব গল্প গড়ে,
আক্ষরিক অর্থে কালো অক্ষরে
রাখে তাকে থাকে থাকে
আলমারির তাকে তাকে
যত্ন সহকারে ভরে।
উঁহু , এখানেই শেষ নয়,,
তারপরে ,
প্রিয়তমকে কাছে পেলে, প্রথম দেখায় সবার আড়ালে
ধীরে সুস্থে তালা খুলে
গর্ব করতে মেলে ধরে
~হয়ত যা ডাঁহা মিথ্যা
আর,
লিপিবদ্ধ করেছে তা
শুধুই কাড়তে নজর তার~।