লজ্জা
অরুণ কারফা
সন্ধ্যে হলেই হারিয়ে যাই
ফুলের গন্ধের ভাঁজে
যাতে ফাঁদ, পেতেও চাঁদ
উঁকি দিয়ে দেখতে না পায়
জ্যোৎস্নার আলোয় লাজে।
তার ফলে ফোকর গলে
কিছুটা জ্যোছন
টুপ টুপ করে
গড়িয়ে পড়ে
জলের মতন
গেলেও গোড়ার খাঁজে,
বেশির ভাগই পাতায় পাতায়
চিক্ চিক্ করে লেগে থাকায়
দেখতে যেই মনে হয় ভিজে,
লজ্জা পাই নিজে।