যে যেখানে দাঁড়িয়ে
অরুণ কারফা
কাগজের বুকে চুপিসারে লিখে
খেয়া বানিয়ে অভিসারে তাকে
ছেড়ে দিয়েছিলাম নদীর বাঁকে,
এই ভেবে যে পরিচিত
ঢেউ, পৌঁছে দেবে
অভীষ্ট লক্ষ্যে।
গোত্তা খেলেও বেশ কয় বার,,,
তখনও বুঝিনি এমন কী আর
কঠিন কাজে জড়িয়েছি নিজেকে
যার ফলে .......
সম্বন্ধ তৈরি হবার আগে
আনতে হবে আমায় বাগে
দিকভ্রান্ত নৌকার হাল
জলে।
ধরে নিয়েছিলাম, প্রেমের আছে এমন সুঘ্রাণ
আকর্ষণে যার
দু দুটি প্রাণ
খুঁজে নেবে ঠিক বাঁচার মানে
থাক না দাঁড়িয়ে যে যেখানে
সুন্দর ধরাতলে।