জলের জীবন
অরুণ কারফা
13.04.23
ভোরের আলো ফুটলে শূন্যে
শিশুকণ্যে ঘটী এনে
দিঘীর বুকে সূর্যালোকে ভরতে এলে
ঠাণ্ডা জল,
মন হয় আরেক শিশুর হাসি ছলছল কোরে শান্ত স্বরে
করছে সেই ঘাটে কলকল।
আবার যখন মাঝ দুপুরে সুর
তুলতে তুলতে নুপূরে
পাঠশালা থেকে এসে মেয়ে গুনগুন করে উঠে গেয়ে
,, , ডুবকি দিয়ে সারে স্নান,,,
মন হয় তখন রোদের তাপে
উপরি তলে ছড়াচ্ছে ভাপে
জলের চুলের ডগার ঘ্রাণ।
আরেকটু বয়স বাড়লে পরে,
সন্ধ্যেয়ে রূপবতী পাড়ে
এসে হলে অপেক্ষারতী ,
তখন মনে হয় হয়ত সময়
হয়েছে এবার আসার তার...
.... হয়ত শঙ্কার করে অবসান...
ছায়ায় এক হবে দুই প্রাণ।