বর্ণ বিদ্বেষ
অরুণ কারফা
18.04.23

তর্কাতর্কি হয়নি
      সাথে,
হয়নি তেমন
      বিরোধও মতে ,
তবুও বোধ নিল প্রতিশোধ
অচেতনে এসে অকস্মাতে।

হঠাৎ একদিন,
শেষ রাতে স্বপ্নে এসে
বলল সে বিষন্ন হেসে :
           যে উপাদানে গড়েছ আমায়  
সে গুলো দিয়ে
যায় না প্রিয়ে
           জীবন কাটানো  ভালবেসে ।

          গড়েছিলাম তাকে টিকালো নাকে
          প্রশস্ত করে ললাটটাকে,
নীচে যার, পটলচেড়া চক্ষু দেখে
           যে কেউ পড়ত প্রেমের পাঁকে,
আর গায়ের বর্ণ, দিয়েছিলাম এমন
ঈর্ষান্বিত হত স্বর্ণ.,.,
দেখলে তাকে পথের বাঁকে।

অতঃপর , এত কিছু করার পর
পড়িয়ে বেনারসী কাপড়
       ভাবলাম যখন
        ভীষণ যতন
নিয়ে সাজাব বাসর ঘর,
দুঃস্বপন তখন বোঝালো জীবন দর্শন বলতে বোঝায় না আদতে
   চোখ ঝলসানো  রূপের সমাবেশ,
মনের সঙ্গে মন জুড়তে
চারিত্রিক সেতু হবে গড়তে
          পরিহার করে বর্ণবিদ্বেষ।