এক কথায় তার পরিচয়
অরুণ কারফা
তার অবর্তমানে আমার বর্তমান যখন অন্ধকারের গ্রাসে
পৃথিবীর অন্য প্রান্তে আলোয় দাঁড়িয়ে খিলখিলিয়ে সে হাসে,
এই হচ্ছে তার এক কথায় পরিচয়।
এতটুকু বললেই হত যদি তার সম্বন্ধে সবকথা বলা শেষ,
তাহলে কি আর মরুভূমিতে বালু অথবা মেরুপ্রদেশে থাকত বরফের রেশ,
কারণ, তারাও তো তারই মত আঞ্চলিক ভাষায় কথা কয়।
বৃষ্টি হলে সূর্যের আলোয় আমাকে পড়লে মনে
রামধনুর রঙ গায়ে মেখে কটাক্ষ করে এমন ভাবে দেখে,
তখন মনে হয়, আকাশ আমার দেখাবে তার বৈচিত্র্য
এ তো কোনো নতুন ব্যপার নয়।