নিয়োগপত্র
অরুণ কারফা
অনেক অপেক্ষাযর পর, পেয়েছিলাম এক নিয়োগপত্র
না থাকলেও তাতে অক্ষর একটা , কালি ছিটানো ছিল যত্র তত্র;
চেষ্টা করেছিলাম প্রাণপণে উদ্ধার করতে তার মানে।
বুঝলাম অবশ্য একটু পরে,
এর অর্থ যে পাঠোদ্ধার করতে জানে
আর তা সত্বেও রাজি কাজে যোগদানে
চাকরিটা রয়েছে তার জন্যে সংরক্ষিত ।
আসলে, রাবারের মত নমনীয় মেরুদন্ড হলে
কাজে যোগদানের পরে তাকে দিয়ে ঐ সব কালির দাগ পুঁছিয়ে নিয়ে
মালিকপক্ষ সাদা খাতায় যা ইচ্ছা তাই নেবে লিখিয়ে
আর, হাড় ভাঙ্গা পরিশ্রম করাবে বিনিময়ে।
সে হেতু
এর মানে বোঝাবার পর কারুর কাছে কাজটা করা হলেও সহজ - যে কি না মেরুদন্ডহীন,
আবার শিরদাঁড়া শক্ত যার , তার কাছে তা ভীষণ কঠিন।
তা, আর কী যাবে করা!
ইস্পাতের মত শক্ত হওয়ায়
শিরদাঁড়া,
কাজটা সেদিন হল হাতছাড়া।