মুর্খামি
অরুণ কারফা
কারণে, অকারণে ঘন ঘন সবার সামনে
চোখের যারা ফেলে জল
তাদের দুঃখে সাড়া দিলে হতে পারে মনের ভুলে
ব্যর্থ হবে ধরতে ছল।
এটা অনেকটা যেন বিনা মেঘে নীলাকাশে বজ্রপাত ;
অথবা , গ্রীষ্ম কালে সন্ধ্যের দিকে
মুক্তোর মত ঘাসের বুকে শিশির পড়ার শব্দ হঠাৎ ;
উভয় ক্ষেত্রে তৃতীয় নেত্রে, এমন দেখার সম্ভাবনা
... থাকলেও তা ভাবতে মানা...
ভাবলে তা মুর্খামি নির্ঘাত।