একা
অরুণ কারফা
পৃথিবীতে কি সবাই একা?
না, মনে হয় না কখনোই তা
কারণ, যের'ম, এক পাপড়ির ফুল থাকলেও বিরল
এক তারার আকাশ খোঁজাই বিফল
নয়ত কেন যায় না দেখা।
যার নেই সঞ্চয়ে বেশি ধন
পাকাপাকি থাকার আবাসন
সে দেখলেও রঙীন স্বপন ভাবতে পারেনা তেমন জীবন
যেখানে
কোনঠাসা ভিড়ের মাঝে সংঘবদ্ধ সমাজে সে রয়ে গেছে
একেবারে একা।
আর, যার নেই বেশি প্রয়োজন তবুও আছে অথা আয়োজন
উপচে পড়ছে স্বর্ণ মুদ্রা তবুও মেটেনা পেটের ক্ষুধা
ভালবাসার মানুষ পেয়েও ভালো বাসা
মেটায় না বিনিময়ে আশা ,
মনকে প্রবোধ দিতে, সে'ই ভাবে মিথ্যে
শান্তি আছে একাকীত্বে
আসলে তা এক বুলি ফাঁকা।