বিপ্লবোত্তর পর্ব
অরুণ কারফা

সে ছিল, এক হতচ্ছাড়া সময়!
যে দিকে তাকাই কারো দুখ নাই,
দুঃখ ভুলে যে থাকব সকলে, তেমনটি হবার জো নাই।

না, আমি বলছি পচানব্বই শতাংশের কথা
যারা সুখে ছিল এই ভেবে
পাঁচ শতাংশ ভাবার দায়িত্ব নেবে
আর বাকিরা তাদের উচ্ছিষ্টের প্রসাদ নিয়ে দু হাত তুলে মাথায় ঠেকিয়ে
ভাগ্যের চাকা ঘোরাতে গিয়ে
তিলে তিলে পিষ্ট হয়ে তার তলে, সেই ভাগ্যেরই দোহাই দেবে।

না, এখন আর নেই সম্ভাবনা তার।
সুখস্বপ্ন দেখার জন্য যে ঘুম দরকার
বড্ড অভাব দেখা দিয়েছে এবার।
আস্থা হারিয়ে তাদের প্রতি
ব্যবস্থাটার কী হবে গতি
ভাবতে হচ্ছে তা নিয়ে এবার।

আচ্ছা ফিরিয়ে এনে তাদের আবার
মিলিয়ে দিলে সঙ্গে সবার
তারা কি পুরনো সুখ ভুলে
এই ভেবে, এখানে এখন সমান সকলে
সবাইকে টেনে নিয়ে গলে
এগিয়ে যেতে চাইবে সদলে,
এ নিয়ে নিশ্চই মীমাংসার দরকার।