ভালবাসার দূরত্ব
অরুণ কারফা
পরষ্পরকে ভালবাসি তাই,
পরশ করে একান্তে মনে
দুজনকে আমরা দুজনে
সুন্দর ভূবনে,
বাঁচিয়ে রাখতে চাই।
এ তো খুব বেশি চাওয়া নয়...
তাই হয়ত এর দ্বারা ঠিক,
বোঝানো গেল না নেইকো ছলনা
পুরোটা কতটা আন্তরিক।
তবে, এরচে' অধিক বলতে গেলে
বলতেই হয়,
প্রথম যখন হল পরিচয়,
দুজনের মাঝে ছিল দূরত্ব
ঠিক দুটো চোখের মধ্যে যত,
আর, আজকে অন্তর দুজনের মধ্যে
যা হয় দুই নাসিকা ছিদ্রে।
তাই, এখন অধীর হয়ে ভাবে ওষ্ঠ
কখন কমে আরো দূরত্ব
অবয়ব খানি ধরে নিয়ে তার,
প্রেমের হাওয়াতে গাইতে গাইতে জয়জয়কার,
চিতার আগুনে পাঠাবে শোধনে সব অহংকার।