অচিনপুরে বসন্ত
মনোমালিন্য থাকলেও সামান্য
হয়ে গেছে তা এখন দূর,
মৌমাছিরা কোমর বেঁধে নতুন করে গলা সেধে
কাড়ছে মন গাছ গাছড়ার
বছরের এই সময়ে যা করে প্রতিবার...
হুল ফুটিয়ে না ফুটলেই ফুল
গুঞ্জনে তোলে বসন্তের সুর ।
কাকের সঙ্গে নেই সদ্ভাব তবুও বোধ করি তার অভাব বুঝতে পেরে
কোকিল তুলেছে কুহু কুহু তান ,
পাতা গুলোর ঝেড়ে ধুলো
বায়স গড়লে বাসা অতুল্য
বনের কোণে এক নির্জনে, ডিম গুলো তার পাবে স্থান ।