শ্রাবণের আগমন
অরুণ কারফা
মাধবীলতার প্রগলভতায়
যার পর নাই জ্বলে ,
পুরনো শত্রুতায় প্রলেপ দিয়ে
মেঘের সাথে হাত মিলিয়ে
চা'ইছেনা চাঁদ একবারও তার নকল মুখোশ খুলে।
সহযোগিতার হাত বাড়িয়ে
আকাপগঙ্গার নির্দেশেতে
তারার মালা মিটিয়ে জ্বালা
ভনিতা করে বোবা কালা
দেখছে না ফিরে ভুলেও মুখ তুলে।
এই অবস্থায়, আঙ্গুল ফুলে কলা গাছের মতন...
সারাক্ষণ,,,
ভুলে গিয়ে নাওয়া খাওয়া
পাগলা হাওয়া শ্রাবণে পাওয়া
হঠাৎ লব্ধ ক্ষমতার জেরে,
ঝাঁকিয়ে দিল কাণ্ড ধরে শীতল বাদলকে আদর করে প্রচণ্ড জোরে জোরে ;
আর তারপর থেকে, থেকে থেকে
একাধারে ঝরিয়ে জল
সারাদিন ধরে কলকল
পড়েই যাচ্ছে অঝোর ধারে অশ্রুকণা ঝরে।