মায়াযুদ্ধ
অরুণ কারফা
আমি, সূর্যের ছায়ায়
মায়াবদ্ধ তাই...
চাতুর্যের বিরুদ্ধে যুদ্ধ চাই;
ছায়াযুদ্ধ নয়, যুদ্ধ হবে সরাসরি
কাটিয়ে ভয়, উঁচিয়ে অক্ষয় রক্তিম লাল খোলা তরবারি।
সঙ্গী হবে তারা,,,,,,
নিকেষ করতে রুদ্ধকারা,
বিশেষ ভাবে মন্ত্রনা পেয়ে অশেষ যন্ত্রণা উপেক্ষা করেও
বন্ধুর পথে এগিয়ে যেতে বন্ধুর মত রাজি হবে যারা।
তবে ভয় হয়,,,
যদি যুদ্ধের শেষে পাশে এসে আমার ছায়ায় আশ্রয় নিয়ে আমারই বিরুদ্ধে গলা উঁচিয়ে
আমার থেকে পরিত্রাণ পেতে....
মায়াজাল খানি গুঁড়িয়ে দিতে
আগের মত আবার তারা ওঠে তেতে!!!
আর, তেমনটি হলে
নতুন করে রণে মেতে তারাই বাজাবে কাড়া-নাকাড়া।