স্থান সংকুলান
অরুণ কারফা

মনের কথা বলব বলে একমুঠো বকুল তুলে
দিতে গিয়ে বুঝতে পারলাম পর্যাপ্ত নয় আসলে ...
আর তাতেই বুঝলাম
তাহলে, সম্পূর্ণ গাছ তো দূরের কথা
                   বাগানটাও লিখে দিলে
পাব না হৃদয় কোনো কালে।

কারণ, সেখানে করে অধিষ্ঠান
মানচিত্রে আছে স্থান, এমন সব দেশ দুনিয়ার বিলুপ্ত প্রায় জীব বৈচিত্র্য...
   ..... তুষারাবৃত মেরূর থেকে কঠোর শুষ্কতায় এঁকে বেঁকে সরীসৃপের মত ঘুমিয়ে থেকে
রুক্ষতার মাধুরী মেখে
মরুভূমি ঘেরা মরুদ্যান।

এবার প্রশ্নটা করতে ঘুরিয়ে
উত্তরে দিল হেসে উড়িয়ে ;
যা শুনে , মনের প্লাবন
আর আশার শ্রাবণ গেল শুকিয়ে  ,,,,
  সেখানে নাকি, মানুষ ছাড়া আর বাকি
জীব জন্তু পশু পাখি
সবাই পায় গুরুত্বপূর্ণ স্থান।

না, হতবাক হওয়ার জো নেই কারণ,
        শস্য শ্যামলা সবুজে ভরা
         মণি মুক্তো খচিত করা
এই গ্রহের কোনো কোণায়,
         পৌঁছতে পারলেই অবহেলায়, ভরিয়ে তাকে তীক্ষ্ণ ঘৃণায়
অন্য প্রজাতিকে মানুষ করে নিধন;
এরপরও তাকে দেওয়া যায়
মন?