দুঃখের বাড়ি
অরুণ কারফা
দুঃখের ইট দিয়ে তৈরি
কুটিরে
সুখেই ছিলাম অকাতরে
যতদিন না এক ফালি মেঘ
কোনো এক কাকভোরে
হঠাৎ ঢুকে ঘরে
কান্না নামালো অঝোর ধারে।
পারলাম না ঠিক রাখতে মাথা ....
বুঝতে পারলাম অসহ্য ব্যথা
সহন করা যায় ততক্ষণ যা
শুধুই বয়ে যায় নিজের উপরে,
কিন্তু অন্য কারুর বেদনা,
- বেঁচে থাকলে মানবিক চেতনা -
মানা যায়না পারিপার্শ্বিকতা ভুলে
অন্ধের মত সয়ে চুপ করে।
অগত্যা দিলাম দরজাটা খুলে,,,,,
ইটের থেকে পলস্তারা
খসে পড়তেই ঝুলে
~জমাট বাঁধা দুঃখের রাশি~
আলগা করে ইটের গাথনি,
বেরিয়ে যেয়ে বৃষ্টির জলে মেশার ফলে,
হয়ে গেল যেই সার্বজনীন,
সঙ্ঘবদ্ধ হলো লড়তে সকলে।