অতি সাধারণ কাহিনী
অরুণ কারফা
খুলে ধরে গল্পের ঝুলি এবার নয় তবে বলি
এক অজানা কাহিনী :
বুকে আগুন শুনে তক্ষুণি প্রমাদ গুনে
হাজির হল দমকল বাহিনী।
অনল কিন্তু চলল বেড়ে মাত্রাহীন সীমা ছেড়ে
কারণ শ্বাস প্রশ্বাসের ঘাটতি নাই ,
অভাব যদিও বিশ্বাসের
সম্পর্ক নাই নিঃশ্বাসের সঙ্গে কোনো ভাবেই তাই;
তবু,
সম্পর্কের গভীরতা মেপে খাটতে দাঁতে দাঁত চেপে
কর্মীরা হল রাজি
কিছুটা হলেও বাড়তি সবাই।
অবশেষে, করতে অবস্থার পরিবর্তন
মধ্যস্থতার হলেও প্রয়োজন ,
ঘোলা জলে মাছ তুলে লাভ করতে দাঁড়িয়ে কুলে
ব্যস্ত হল তৃতীয় জন,
যা দেখে হয়ত শিখে, মিটিয়ে নিয়ে নকল সুখে
ভাঙা মন, জুড়তে রাজি হয়ে গেল যুগল তখন।